উত্তরদিনাজপুর

টরেন্টুলা উদ্ধারকে ঘিরে আতঙ্ক, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে

যখন সারা রাজ্যে টেরেন্টুলা আতঙ্গে আতঙ্কিত সাধারন মানুষ। টরেন্টুলা উদ্ধারকে ঘিরে এদিন ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর বাজার পাড়া এলাকায়। খবর পেয়ে পিউপিল ফর অ্যানিমেলস নামে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা দেবীনগর বাজার এলাকার একটি বাড়ি থেকে টরেন্টুলাটিকে উদ্ধার করে নিয়ে যায়। এটি যে টরেন্টুলা তা জানান ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি। সেটিকে উদ্ধার করার পর বন দপ্তরের হাতে তুলে দেন সংস্থার সদস্যরা। বিষাক্ত এই মাকড়সা প্রজাতির টরেন্টুলা উদ্ধার হওয়ায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে রায়গঞ্জ শহরের দেবীনগর বাজার এলাকায়।

এবিষয়ে ওই সংস্থার এক সদস্য অজয় সাহা জানান, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর বাজার পাড়া থেকে একটি টরেন্টুলা ধরা পড়েছে। 

এদিকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় মঙ্গলবার সকালে টেরেন্টুলা মাকড়সা উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার জেলার কালিয়াগঞ্জ এলাকার  ১০ নাম্বার ওয়ার্ডের সাহা পাড়ায় সুজয় সাহার বাড়ি থেকে টেরেন্টুলা মাকড়সা উদ্ধাকে ঘিড়ে এলাকায় আতঙ্গ ছড়িয়েছে। খবর দেওয়া হয় বন দপ্তরকে। মাকড়সা উদ্ধারের ঘটনা জানাজানি হতেই ভির জমায় এলাকাবাসিরা। এটি বাস্তবেই কি টেরেন্টুলা মাকড়সা তা বন দপ্তর কিংবা পশু প্রেমী স্বেচ্ছা সেবী সংস্থার সদস্যরাই বলতে পারবে। প্রাথমিকভাবে দেখে মনে করা হচ্ছে উদ্ধার হওয়া এই মাকড়সাটি টেরেন্টুলা। 

এবিষয়ে সুজয় বাবু জানান এখোন টিভি, নিউস পেপার থেকে শুরু করে সোসাল মিডিয়ায় দেখা যায় বিশাক্ত টেরেন্টুলা মাকড়সা।  তাতে সাধারন মানুষ আতঙ্গের মধ্যেই রয়েছে। কিন্তু এদিন সকালে তিনি তার বাড়িতে টেরেন্টুলা মাকড়সা দেখতে পান। এই মাকড়া উদ্ধার হবার পড় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। মাকড়সাটিকে উদ্ধার করে একটি কৌটার মধ্যে আটকে রেখেছেন বলে তিনি জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/17DwYcSW9LY